Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

সেবা সমূহ :

১। দুর্নীতির অভিযোগ/দরখাস্ত গ্রহণ

২। প্রাপ্ত অভিযোগ যাচাই-বাছাই করত: বিধি মোতাবেক  দুদক আইনের অধিন ব্যবস্থা গ্রহণ

৩। অভিযোগের অনুসন্ধান-তদন্ত

৪। নিজস্ব প্রসিকিউশন ইউনিটের মাধ্যমে বিচারীক কার্যক্রম পরিচালনা।

৫। দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সভা, সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা, মানববন্ধন, র‍্যালির আয়োজন করা।

৬। দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতার ধারাবাহিক কার্যক্রমের নিমিত্ত মহানগর, জেলা-উপজেলা , ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন।

৭। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ (২০০৪ সনের ৫নং আইন) এর ধারা ৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর অধিকতর সংশোধনের আলোকে দুর্নীতির মামলা দায়ের। 

৮। অভিযোগ সরাসরি এজাহার হিসেবে গণ্য করে মামলা রুজু।

৯। বিভিন্ন দুর্নীতির অভিযোগে তাৎক্ষণিক অভিযান পরিচালনা।

১০। কমিশনের অনুমোদক্রমে ফাঁদ মামলা পরিচালনা।